আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে একটিসেচ্ছা সেবামূলক সংস্থা।এই বাহিনীতে প্রায় ৬০ লক্ষ সদস্য রহিয়াছে।ইহাদেরমধ্যে অর্ধেক পুরূষ ও অর্ধেক নারী ।এই বাহিনী ভিন্ন ও স্বতন্ত্রবৈশিষ্টপূর্ণ উপাদানে গঠিত।সংগঠনের তৃণমূল পর্যায়ের সদস্যগণ প্রশিক্ষণেরমাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।জননিরাপত্তা বিধানে কর্মকর্তা ওকর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
*আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ-
*জাতীয় ও স্থানীয় নির্বাচন।
*দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান।
*আত্নসামাজিকউন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীপ্রেরণ করা।
*সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিককম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের জন্যযোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্নপ্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ নিশ্চিত করণ।
*উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা ইত্যাদি।
গ্রাম পুলিশের দ্বায়িত্ব ও কর্তব্য
১।রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত এবং অস্ত্রধারী দুস্কৃতিকারীদের বিরুদ্ধে জনমত গঠন করা।
২।নিজ নিজ এলাকার মধ্যে যাতে দুস্কৃতিকারী ও অন্যান্য অপরাধীগন খাদ্য ওআশ্রয় না পায় তার ব্যবস্থা করা।তাদের দমন করতে আইন শৃক্ষলা রক্ষাকারীসংস্থাকে সাহায্য করা।
৩।বে-আইনী অস্ত্র উদ্ধার করা।
৪।নিজ নিজ এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ন অবস্থান সমূহ পাহারার কাজে অংশগ্রহন করা।
৫।নতুন লোকদের আগমন ও চলাফেরা সম্পর্কে স্থানীয় সংশিষ্ঠ কর্মকর্তাদের অবহিত করা।
৬।প্রয়োজন বোধে রাতে টহলদার ও স্থানীয় গ্রাম পুলিশদের সহায়তা করা।
গ্রাম পুলিশের নামের তালিকা:
আনসার ও ভিডিপিরনামের তালিকা :
প্রক্রিয়াধীন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস