Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসারওভিডিপি সদস্য গ্রাম পুলিশ

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে একটিসেচ্ছা সেবামূলক সংস্থা।এই বাহিনীতে প্রায় ৬০ লক্ষ সদস্য রহিয়াছে।ইহাদেরমধ্যে অর্ধেক পুরূষ ও অর্ধেক নারী ।এই বাহিনী ভিন্ন ও স্বতন্ত্রবৈশিষ্টপূর্ণ উপাদানে গঠিত।সংগঠনের তৃণমূল পর্যায়ের সদস্যগণ প্রশিক্ষণেরমাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।জননিরাপত্তা বিধানে কর্মকর্তা ওকর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আনসার ও ভিডিপির দ্বায়িত্ব

*আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ-

*জাতীয় ও স্থানীয় নির্বাচন।

*দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান।
*আত্নসামাজিকউন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীপ্রেরণ করা।
*সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিককম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের জন্যযোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্নপ্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ নিশ্চিত করণ।

*উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা ইত্যাদি।

গ্রাম পুলিশের দ্বায়িত্ব ও  কর্তব্য

১।রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত এবং অস্ত্রধারী দুস্কৃতিকারীদের বিরুদ্ধে জনমত গঠন করা।

২।নিজ  নিজ এলাকার মধ্যে যাতে দুস্কৃতিকারী ও অন্যান্য অপরাধীগন খাদ্য ওআশ্রয় না পায় তার ব্যবস্থা করা।তাদের দমন করতে আইন শৃক্ষলা রক্ষাকারীসংস্থাকে সাহায্য করা।

৩।বে-আইনী অস্ত্র উদ্ধার করা।

৪।নিজ নিজ এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ন অবস্থান সমূহ পাহারার কাজে অংশগ্রহন করা।

৫।নতুন লোকদের আগমন ও চলাফেরা সম্পর্কে স্থানীয় সংশিষ্ঠ কর্মকর্তাদের অবহিত করা।

৬।প্রয়োজন বোধে রাতে টহলদার ও স্থানীয় গ্রাম পুলিশদের সহায়তা করা।

 

 

গ্রাম পুলিশের নামের তালিকা:

 

১। মোঃ গোলাপ মিয়া

২। মোঃ মগল মিয়া

৩। সামসু ‍উদ্দিন

৪। মরম আলী

৫। আব্দুর রাশিদ

৬। বিল্লাল মিয়া

৭। জাকির হোসেন

৮। মুক্তার উদ্দিন

৯। মেরচি মিয়া

১০। মোঃজাকির মিয়া

আনসার ও ভিডিপিরনামের তালিকা :

প্রক্রিয়াধীন