Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোবরীয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ইতিহাস

১নং গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ইতিহাস : তৎকালীন পূর্ব পাকিস্থানের মোমেন শাহী জেলার অর্ন্তগত কিশোরগঞ্জ মহকোমার বাজিতপুর থানার থানার অন্তগত ছিল বর্তমান ১নং গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ। ৩ টি ওয়ার্ড(বর্তমানে ৯টি ওয়াডে বিভক্ত) নিয়ে ১৯২২সনে ১নং গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন প্রতিষ্টিত হয়। মৌলানা শমসের উদ্দিন (প্রেসিডেন্ট) প্রথম প্রেসিডেনাট নির্বাচিত হন ০৫-০৪-১৯২৭ সনে । লক্ষীপুর মুন্সী বাড়ীর মো:গেন্ধু মিয়া উক্ত পরিষদের জমিদাতা।বাংলা ১৭ বৈশাখ ১৪১২(৩০এপ্রিল ২০০৫ সনে) বর্তমান দুতলা কমপ্লেক্সটির ভিত্তি প্রস্থর স্থাপিত হয়।৩৫ শতাংশ জমির উপর উক্ত পরিষদটি স্থাপিত।নব নর্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব ১নং গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের হাল ধরেন।ইউনিয়ন পরিষদের পরিবেশটি অত্যন্ত মনোরম। ঝিরা নদী হয়ে ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে একটি পিচ রোড সরাসরি উপজেলার সাথে সংযুক্ত হয়েছে।সব মিলিয়ে এটি একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসাবে খ্যাত।