Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্যকেন্দ্র

স্বাস্থ্য সেবা :

হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র ১টি :

            সেবা : গোবরিয়াআব্দুল্লাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা, ডেলিভারি ও গর্ভউত্তোর সেবাসহ শিশু ও সাধারণ রোগীদের সেবা দেওয়া হয়। তাছাড়া পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি যেমনঃ ইনজেকশন, কপারটি ইত্যাদি সেবা বিনা মূল্যে দেওয়া হয়। উক্ত কিনিকে ০১জন চিকিৎসক, ০১জন হেলথ প্রোভাইডার, ০১ জন আয়া, ০১জন এম,এল,এস,এস কর্মরত আছে। ফার্মসিষ্ট এর পদ দীর্ঘদিন যাবৎ খালি আছে। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেলস প্রদানের ল্েয ০১জন পরিবার কল্যাণ সহকারী পদ খালি আছে। তাছাড় ই,পি,আই কার্যক্রম ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্যমাঠ পর্যায়ে ০৩ জন স্বাস্থ্য সহকারী কর্মরত আছেন।