Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

অদ্যকার সভায় জনাব মোঃ আব্বাস উদ্দিন চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করেন।তিনি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন।

আলোচ্য সূচী অনুযায়ী স্মারক নং-৫১.০১.৪৮৫৪.০০০.১.০০১/১৫-১৬/০৩ তারিখ-২১/০৮/২০১৬ইং এর পত্রটি সভায় পাঠ করিয়া শুনানো হয়। সভাপতি সাহেব সভাকে বলেন যে, পবিত্র ঈদুল আযহা ২০১৬ ইং উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় অত্র গোবরিয়া আব্দুল্লাপুর ইউপিতে ৯০০টিভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্দের প্রেক্ষিতে নীতিমালা অনুযায়ী তালিকা প্রস্তুত পূর্বক দাখিল করতে হবে। প্রতি কার্ডধারী ১০কেজি হারে চাউল পাবে এবং ঈদুল আযহা ২০১৬ইং এর পুর্বেই সুষ্টভাবে বিতরন করতে হবে।অতঃপর এ ব্যাপারে বিস্তারিত আলোচনা সাপেক্ষে ভিজিএফ পরিপত্র অনুসরন পূর্বক নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ সাপেক্ষে ৯০০টি ভিজিএফ কার্ডের নামের তালিকা প্রস্তুত পূর্বক দাখিলের সিদ্বান্ত গৃহীত হয়।               

 

বিবিধে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

                                          (মোঃ আব্বাস উদ্দিন)

                                                  চেয়ারম্যান

                                                 গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ

                                                   কুলিয়ারচর,কিশোরগঞ্জ।

 

 

অদ্যকার সভায় জনাব মোঃ আব্বাস উদ্দিন চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করেন।তিনি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন।

আলোচ্য সূচী অনুযায়ী সভাপতি সাহেব সভাকে বলেন যে, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি দফাদার মোঃ গোলাপ মিয়া, বর্তমানে নিয়মিত দ্বায়িত্ব পালন করিতেছেন এবং থানায় হাজিরা দিতেছেন। দফাদার গোলাপ মিয়া জানান সাবেক চেয়ারম্যান সাহেব তার বেতন বিলে স্বাক্ষর করেননি বিধায় গত আগষ্ট ২০১৩ হইতে অদ্যাবধি পর্যন্ত বেতন ভাতা পাননি।বর্তমানে তিনি নিয়মিত হওয়ায় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার সরকারী ও ইউপি অংশের বকেয়া বেতন ভাতা প্রদান করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কুলিয়ারচর মহোদয়কে সবিনয় অনুরোধ করা হইল।

 

বিবিধে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

                                          (মোঃ আব্বাস উদ্দিন)

                                                  চেয়ারম্যান

                                                 গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ

                                                   কুলিয়ারচর,কিশোরগঞ্জ।  

 

 

 

আলোচ্য সূচী অনুযায়ী সভাপতি সাহেব সভাকে জানান যে, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের হিসাব সমূহে

সাবেক চেয়াম্যানের নামের পরিবর্তে নব নির্বাচিত চেয়াম্যানের নাম অর্ন্তভূক্ত করা প্রয়োজন এবং গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের এলজিএসপি তহবিলে সাবেক মহিলা মেম্বার মোছাঃ মরিয়ম বেগমের পরিবর্তে মোছাঃ নুরজাহান মহিলা মেম্বার ১,২,৩ নং ওয়ার্ডকে অন্তর্ভূক্ত করা প্রয়োজন।অতঃপর আলোচনান্তে নিম্মোক্ত হিসাব সমূহে সাবেক চেয়ারম্যান এবং মহিলা মেম্বারের পরিবর্তে বর্তমান চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন ও মহিলা মেম্বার মোছাঃ নুরজাহানকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ব্যবস্হাপক,সোনালী ব্যাংক,কুলিয়ারচর শাখা বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণের সিদ্ধান্ত ও গৃহীত হয়।

হিসাব সমূহের নামঃ

গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% তহবিল,চলতি হিসাব নং-২০০০০০০৯৯ সোনালী ব্যাংক কুলিয়ারচর শাখা।মোঃ আব্বাস উদ্দিন,চেয়ারম্যান গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ ও মোঃ তাজুল ইসলাম সচিব গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে।

গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি এলজিএসপি তহবিল,চলতি হিসাব নং-২০০০০০৫২৯ সোনালী ব্যাংক কুলিয়ারচর শাখা।মোঃ আব্বাস উদ্দিন,চেয়ারম্যান গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ,মোছাঃ নুরজাহান মহিলা মেম্বার ও মোঃ তাজুল ইসলাম সচিব গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে।

 

বিবিধে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

 

 

 

 

 

 

    সভাপতিসাহেবএরঅনুমতিক্রমেইউনিয়নশুমারীসমন্বয়কারীজনাবমো:আঃমান্নানঅর্থনৈতিকশুমারী২০১৩এরগণনারকাজসুষ্ঠভাবেপরিচালনাসম্পাদনেসহায়তাপ্রদানেরনিমিত্তেপরিকল্পনামন্ত্রাণালয়ের

নিদের্শনামাসকলেরঅবগতিরজন্যপাঠকরেশুনান।আগামী১৫-০৫-২০১৩ ইংতারিখহইতে

২৪-০৫-২০১৩ ইংতারিখপর্যন্তমাঠপর্যায়েগণনারকাজশেষেআগামী ২৮-০৫-২০১৩ ইং

তারিখেজেলাশুমারী  সমন্বয়কারীরনিকটপ্রেরনেরজন্যবলাহইয়াছে।সভায়উপস্থিতসদস্যগনজাতীয়পর্যায়ে

অর্থনৈতিকশুমারীযাহাতেসুষ্টওসুন্দরভাবেহয়এবংকোথাওকোনপ্রতিষ্ঠানবাঅর্থনৈতিককর্মকান্ডসম্পুর্ন

খানাবাদনাপড়েসেইসম্পর্কেআলোচনাকরেন।

       সভায়বিশেষআলাপআলোচনানাথাকায়সভাপতিসাহেবসকলকেধন্যবাদজানিয়েসভারকাজসমাপ্তঘোষণাকরেন।

                                       

                                                        (মশিউররহমান)

                                                           চেয়ারম্যান

                                                            ১নংগোবরিয়াআব্দুল্লাহপুরইউনিয়নপরিষদ

                                                                     কুলিয়ারচর,কিশোরগঞ্জ।