Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন

 এক নজরে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের আয়তন ১৪.০৮ বর্গ কি:মি:। ঐতিহ্যবাহী এই ইউনিয়নের মনোরম পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে ঝীরা নদী, এই নদীতে এক সময় অনেক জলধারা ছিল কিন্তু এখন এই নদীটি মৃত প্রায়। এছাড়াও এই ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ব্রক্ষপুত্র নদী, এই নদী দিয়ে এক সময় লঞ্চ, ষ্টীমার ও বড় বড় নৌকা চলাচল করতো।  তবে এখন আর লঞ্চ, ষ্টীমার দেখা যায় না। বর্ষা মৌসুমে কিছু কিছু নৌকা চলাচল করতে দেখা যায়।  আমাদের এই  ইউনিয়নের পূর্বে রামদী ইউনিয়ন, পশ্চিমে বিন্নাবাইদ ইউনিয়ন, উত্তরে পিরিজপুর ইউনিয়ন ও দক্ষিনে সালুয়া ইউনিয়ন অবস্থিত। আমাদের ইউনিয়নের জনসংখ্যা -৩৪,২৯৪ যার মধ্যে পুরুষ-  ১৬,৩৯৭ জন এবং মহিলা-১৭,৮৯৭জন। ভোটার সংখ্যা-২০,২৬৪জন। এই ইউনিয়নের খানার সংখ্যা-৬,২৯০টি,  গ্রামঃ-১৩টি, মৌজা-০১টি, নদী-২টি, খাল-০৩টি, বিল-০৫টি, হাট বাজার-০৩টি, কারিগরী কলেজ-১টি, মাধ্যমিক বিদ্যালয়-০৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-১১টি, রেজি:সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৬টি, মাদ্রাসা-০৪ টি, মসজিদ-৬২টি, ব্যাংক-০১ টি, পরিবার কল্যান কেন্দ্র-০১টি, কমিউনিটি ক্লিনিক-০১টি, ডাকঘর-০২টি, শহীদ মিনার-০২টি, আশ্রয়ন কেন্দ্র-০১টি, কৃত্রিম প্রজনন কেন্দ্র-০১টি, গণ পাঠাগার-০১টি, কাচা রাস্তা-২২কি:মি:, পাকা রাস্তা-২৩কি:মি:, কৃষক তথ্য ওপরামর্শ কেন্দ্র-০১টি, ইউনিয়ন ভূমি অফিস-০১টি, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র-০১টি। এছাড়া এখানে কিন্ডার গার্টেন রয়েছে। আমাদের ইউনিয়নের প্রধান ফসল ধান, পাট, পেয়াজ, রসুন, আদা, বাদাম, আলু, কচু এবং বিভিন্ন মৌশুমী শাক সবজি ইত্যাদি। ফলের মধ্যে রয়েছে পেঁপে, পেয়ারা, লিচু, আম, কাঁঠাল, জলপাই, নারকেল ও বিভিন্ন মৌসুমী ফল।